আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্সের রাজধানী প্যারিসে সিন নদীর তীরে ঐতিহাসিক ফার্স্ট ডিস্ট্রিক্টের প্লেস ভেঁদু এলাকায় অবস্থিত বিলাসবহুল ফাইভ স্টার হোটেলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ডাকাতি হওয়া স্বর্ণালঙ্কারসহ লুটের সব মাল উদ্ধার করতে সক্ষম হয়েছে ফ্রেঞ্চ পুলিশ। আজ শুক্রবার ফ্রেঞ্চ পুলিশের বরাতে সূত্র এ তথ্য জানিয়েছে। সুত্র জানায়,পাঁচজনের ডাকাতদল কুড়াল ও বন্দুক নিয়ে হোটেলটিতে প্রবেশ করে ডিসপ্লে কেসগুলো ভাঙচুর করে লুটপাট চালায়। ডাকাতির পর মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার সময় একজন টহল পুলিশের সাথে তাদের ধাক্কা লাগে। পুলিশ পরে তিনজনকে গ্রেফতার করতে পারলেও বাকি দু’ডাকাত মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
আটকদের কাছে একটি ব্যাগ পাওয়া গেছে,সেখানেই খোয়া যাওয়া সব পণ্য মেলে বলে ফ্রেঞ্চ পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,ডাকাতদল হোটেলের সীমানার ভেতরে প্রবেশমুখের কাছেই স্বর্ণালঙ্কার,ঘড়ি ও দামি পোশাক বিক্রি করে এমন পাঁচটি দোকানে পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালিয়ে ৫.৩৮ মিলিয়ন ডলারের বেশি (প্রায় ৪৫ কোটি টাকা) মূল্যের স্বর্ণালঙ্কার লুট করে। ঘটনার পরপরই স্থানীয় পুলিশ নিরাপত্তা বেষ্টনী বসিয়ে পুরো এলাকা বন্ধ করে দেয়। পরে ডাকাতদের ব্যবহার করা একটি গাড়ি প্যারিসের উত্তরের সানোইস শহর থেকে উদ্ধার করা হয়।