News71.com
 International
 12 Jan 18, 02:57 AM
 179           
 0
 12 Jan 18, 02:57 AM

মার্কিন রক্তচক্ষু উপ্ক্ষা করেই ইরানের সঙ্গে সবচেয়ে বড় অর্থনৈতিক চুক্তি চীনের

মার্কিন রক্তচক্ষু উপ্ক্ষা করেই ইরানের সঙ্গে সবচেয়ে বড় অর্থনৈতিক চুক্তি চীনের

 


আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের চাপের মুখেই ইসলামি প্রজাতন্ত্র ইরানকে এক হাজার কোটি ডলার ঋণ দিল চীন। এজন্য দু দেশের মধ্যে একটি চুক্তি হয়েছে।জানা গেছে চুক্তি অনুযায়ী, চীনের সিআইটিআইসি গ্রুপ কর্পোরেশন ইরানের কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে অর্থ সরবরাহ করবে। জ্বালানি, প্রাকৃতিক পরিবেশ, পরিবহন ও জল-সম্পদ ব্যবস্থা খাতের নানা প্রকল্প বাস্তবায়নে সে অর্থ ব্যয় করবে তারা। চুক্তি সইয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ওয়ালিউল্লাহ সাইফ।


পরে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ইরানের ব্যাংকগুলো চিনের সিআইটিআইসির কাছ থেকে অক্টোবর মাসের প্রথম দিক থেকে অর্থ পেতে শুরু করবে। তিনি জানান, চীনা সংস্থাটি অনেক বেশি সহজ শর্তে ঋণ দিতে রাজি হয়েছে যা ব্যাংক ইতিহাসে ইতিবাচক সহযোগিতার ভিত্তি হতে পারে।২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা সই হওয়ার পর এটাই হচ্ছে তেহরান এবং বেইজিংয়ের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক চুক্তি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন