News71.com
 International
 12 Jan 18, 02:55 AM
 143           
 0
 12 Jan 18, 02:55 AM

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাহরাইনে আলোচনা সভা।।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাহরাইনে আলোচনা সভা।।


আন্তর্জাতিক ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বাহরাইনের বঙ্গবন্ধু ফাউন্ডেশন। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় মানামা ফুড সিটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ কায়েস আহাম্মদ। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন শেখ হেলাল উদ্দিন,আয়োজক সংগঠনের সহ-সভাপতি আনিসুজ্জামান মজুমদার ও সাধারণ সম্পাদক প্রকৌশলী কায়সারুল হকের যোথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাহরাইনস্থ বাংলাদেশ সমাজের সভাপতি ফজলুল করিম বাবলু।

বিশেষ অতিথি ছিলেন বাহরাইনের নন রেসিডেন্সিয়াল অব বাংলাদেশ (এন আর বি) গ্লোবাল র চেয়ারম্যান ও বাহরাইনস্থ বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা প্রকৌশলী আবুল কালাম আজাদ,বাংলাদেশ সমাজের সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাবুল, বাহরাইন আওয়ামী লীগের সভাপতি মো. শাহজালাল,সহ-সভাপতি জাহাঙ্গীর হাওলাদার, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক হাসান মিলু, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোস্তফা কামাল,আওয়ামী যুবলীগের সভাপতি এইচ এম রহমত উল্লাহ, মিজানুর রহমান,সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জাতীয় শ্রমিক লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন মুন্না,আইয়ূবুর রহমান আকাশ, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন,সহ-সভাপতি আবুল কাশেম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর কামাল।

এছাড়া বক্তব্য দেন বঙ্গবন্ধু ফাউণ্ডেশনের সহ-সভাপতি আক্তারুজ্জামান কাচা, খালেদ সামছুল হক পরিদ,সাংগঠনিক সম্পাদক মিসবাহ আহাম্মদ,আব্দুল কাদের রিপন, কাউছার আহম্মেদ। উপস্থিত ছিলেন আবুল কালাম দ্বরি,মানামা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফকির,বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি আব্দুল করিম, জামাল উদ্দিন, আলী হোসেন,যুবলীগ নেতা, আব্দুল্লাহ আল মামুনসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের নানা দিক ও গুরুত্ব সকলের নিকট তুলে ধরেন। সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও সোনার বাংলা গঠনে কাজ করার আহবান জানান তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন