News71.com
 International
 11 Jan 18, 10:29 AM
 173           
 0
 11 Jan 18, 10:29 AM

আইনজীবী থেকে ভারতীয় সুপ্রিমকোর্টের প্রথম নারী বিচারপতি হচ্ছেন ইন্দু মলহোত্রা।।

আইনজীবী থেকে ভারতীয় সুপ্রিমকোর্টের প্রথম নারী বিচারপতি হচ্ছেন ইন্দু মলহোত্রা।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ আইনজীবী থেকে সরাসরি সুপ্রিম কোর্টের বিচারপতি। ভারতে এমনটা এর আগে কখনো হয়নি। সব ঠিক থাকলে ইন্দু মলহোত্রের হাতেই ভারতীয় বিচার বিভাগে সেই নজির তৈরি হতে যাচ্ছে। সম্প্রতি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে দু’জনের নাম কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ করেছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন কমিটি। ওই তালিকায় উত্তরাখণ্ডের প্রধান বিচারপতি কে এম জোসেফ এবং সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ইন্দু মলহোত্রের নাম রয়েছে। কেন্দ্রীয় সরকার ওই সুপারিশে সিলমোহর দিলে ইন্দুই হবেন সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি,যিনি সরাসরি আইনজীবী থেকে শীর্ষ আদালতে ওই পদে কাজ করবেন।

এই মুহূর্তে শীর্ষ আদালতে বিচারপতিদের ছয়টি পদ ফাঁকা রয়েছে। সেই শূন্য পদ পূরণ করতে আপাতত ওই দু’জনের নাম সুপারিশ করা হয়েছে। এর আগে,২০০৭ সালে সুপ্রিম কোর্ট ইন্দুকে সিনিয়র অ্যাডভোকেট হিসাবে নিয়োগ করে। তার তিনদশক আগে বিচারপতি লীলা শেঠকে একই রকমভাবে নিয়োগ করেছিল শীর্ষ আদালত। ইন্দু দেশের দ্বিতীয় মহিলা হিসাবে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট হওয়ার নজির গড়েছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন