News71.com
 International
 11 Jan 18, 12:41 PM
 154           
 0
 11 Jan 18, 12:41 PM

কাস্পিয়ান সাগরে ইরানের যুদ্ধ জাহাজ বিধ্বস্ত।।

কাস্পিয়ান সাগরে ইরানের যুদ্ধ জাহাজ বিধ্বস্ত।।

আন্তর্জাতিক ডেস্কঃ কাস্পিয়ান সাগরে ঝড়ের কবলে পড়ে ইরানের একটি যুদ্ধ জাহাজ বিধ্বস্ত হয়ে দুই নাবিক নিখোঁজ রয়েছে। জাহাজে থাকা ছয়জন নাবিক এ সময় পানিতে লাফিয়ে পড়েন। এর মধ্যে চারজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আজ বৃহস্পতিবার এ খবর জানান হয়। জানা যায়,১০০মিটার দৈর্ঘ্যের যুদ্ধ জাহাজটির নাম ‘দামাভান্দ’। সামুদ্রিক ঝড়ে চার মিটার উচ্চতার ঢেউয়ের তোপে বিধ্বস্ত হয়ে যায় এটি। বলা হয়,ঝড়ের কবলে পড়ে কংক্রিটের সঙ্গে ধাক্বা লেগে আয়তনে বিশ্বের বৃহত্তম আবদ্ধ জলাশয় কাস্পিয়ান সাগরে ইরানের একটি জাহাজ বিধ্বস্ত হয়। ইরানের গিলান প্রদেশের কাস্পিয়ান বন্দর সংলগ্ন এলাকায় ঘটনা ওই দুর্ঘটনায় জাহাজের দুইজন নাবিক নিখোঁজ রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন