News71.com
 International
 11 Jan 18, 10:24 AM
 120           
 0
 11 Jan 18, 10:24 AM

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৭

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৭


আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাত এবং ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৭ জনে পৌঁছেছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন কর্মকর্তারা। একশ ৬৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আহত অবস্থায় ২০ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে,চারজনের অবস্থা আশঙ্কাজনক। সে ক্ষেত্রে নিহতের সংখ্যা আরো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন,সম্প্রতি দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকায় ভূমির আচ্ছাদন পুড়ে গেছে। সেখানে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। জানা গেছে,ভূমিধসে প্রায় একশ বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।

এছাড়া ৩০০ বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা এবং ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত এলাকার ৪৮ কিলোমিটার প্রধান মহাসড়ক বন্ধ হয়ে গেছে। সে কারণে জরুরি সহায়তা প্রদানকারী দল এবং উদ্ধারকর্মীরা তাদের কাজ পরিচালনায় বাধাপ্রাপ্ত হচ্ছেন। কর্মকর্তারা বলছেন,ক্ষতিগ্রস্তদের সঠিকভাবে গণনা করা যাচ্ছে না,সে কারণে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। দুর্ঘটনা এড়াতে কয়েক হাজার মানুষ এলাকা ছেড়ে চলে গেছেন। উদ্ধার তৎপরতা চালাচ্ছেন শতাধিক কর্মী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন