News71.com
 International
 11 Jan 18, 10:11 AM
 122           
 0
 11 Jan 18, 10:11 AM

ইরানে আইন শিথিল : মৃত্যুদণ্ড থেকে রেহাই পাচ্ছেন পাঁচ হাজার বন্দি

ইরানে আইন শিথিল : মৃত্যুদণ্ড থেকে রেহাই পাচ্ছেন পাঁচ হাজার বন্দি


আন্তর্জাতিক ডেস্কঃ মাদক বিরোধী আইনে কিছু ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বিলোপ করেছে ইরান সরকার। আর এই শিথিলতায় মৃত্যুদণ্ড থেকে রেহাই পেতে যাচ্ছে কয়েক হাজার অপরাধী। এ ব্যাপারে দেশটির বিচার বিভাগের প্রধান বলেন, মৃত্যুদণ্ডের সকল মামলা নতুন করে পর্যালোচিত হতে পারে। এর ফলে পাঁচ হাজার বন্দি মৃত্যুদণ্ডের হাত থেকে বেঁচে যাওয়ার সম্ভাবনা দেখা গেল।এর আগে, মাদক গ্রহণ ও পরিমানের ওপর সর্বোচ্চ শাস্তি বিবেচনা করে আগস্টে আইনে শিথিলতা আনার প্রস্তাব আনা হয় ইরানের পার্লামেন্টে। পূর্বের আইনে ৩০ কেজি কোকেন ধরা পড়লেই মৃত্যুদণ্ডের শাস্তি বিধান ছিল দেশটিতে। সেক্ষেত্রে কোকেনে পরিমান এখন আরও ২ কেজি বাড়ানো হয়েছে। এছাড়া মৃত্যুদণ্ডের জন্য আফিম এবং মারজুয়ানার পরিমান দশগুণ বৃদ্ধি করে ৫০ কেজি করা হয়েছে। উল্লেখ্য, ইরানে প্রতি বছর কয়েক শত মানুষকে মৃত্যুদণ্ড দেয়া হয়। বেশির ভাগ ক্ষেত্রেই মাদক অপরাধের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন