News71.com
 International
 11 Jan 18, 10:08 AM
 126           
 0
 11 Jan 18, 10:08 AM

ইথিওপিয়া থেকে বিদেশে নাগরিকদের শিশু দত্তক নেওয়া নিষিদ্ধ করল সরকার

ইথিওপিয়া থেকে বিদেশে নাগরিকদের শিশু দত্তক নেওয়া নিষিদ্ধ করল সরকার


আন্তর্জাতিক ডেস্কঃ ইথিওপিয়া থেকে বিদেশি নাগরিকদের শিশু দত্তক নেওয়া নিষিদ্ধ করেছে দেশটি। দত্তক নেওয়া শিশুরা বিদেশে অবহেলা ও নির্যাতনের মধ্যে বড় হচ্ছে- এই আশঙ্কার পটভূমিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন নাগরিকরা সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে সব শিশু দত্তক নেন,তার সবচেয়ে বড় উৎসই হল ইথিওপিয়া। আফ্রিকার এই দেশটির থেকে শিশু দত্তক নেওয়া তারকাদের তালিকায় রয়েছেন হলিউড তারকা ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলিও।

২০১৩ সালে আমেরিকাতে এক দম্পতি ইথিওপিয়া থেকে দত্তক নেওয়া একটি শিশুকে হত্যার দায়ে দোষীও সাব্যস্ত হয়েছিলেন। সেই মামলার সূত্র ধরেই ইথিওপিয়া থেকে বিদেশিদের শিশু দত্তক নেওয়াকে কেন্দ্র করে তীব্র বিতর্ক শুরু হয়েছিল। ইথিওপিয়ার আইন-প্রণেতারা এখন বলছেন সে দেশে অনাথ ও সামাজিকভাবে বিপন্ন শিশুদের এখন স্থানীয়ভাবে যে সব সুযোগ-সুবিধা পাওয়া যাবে সেই পদ্ধতির মধ্যেই বড় করে তোলা হবে। তবে অনেকে আবার বলছেন,দেশটির বিপন্ন শিশুদের দেখাশুনো করার মতো উপযুক্ত সামাজিক অবকাঠামোই নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন