News71.com
 International
 10 Jan 18, 11:31 AM
 135           
 0
 10 Jan 18, 11:31 AM

ফিলিপাইনে ধর্মীয় শোভাযাত্রায় প্রচন্ড ভিড়ের চাপে এক জনের মৃত্যু, আহত ৮শ।।

ফিলিপাইনে ধর্মীয় শোভাযাত্রায় প্রচন্ড ভিড়ের চাপে এক জনের মৃত্যু, আহত ৮শ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনের রাজধানীতে ধর্মীয় শোভাযাত্রায় প্রচ- ভিড়ের চাপে এক পুণ্যার্থী মারা গেছে ও আরো ৮শ’র বেশি আহত হয়েছে।আজ বুধবার দেশটির কর্মকর্তারা একথা জানান। গতকাল মঙ্গলবার বিশ্বের ক্যাথলিক সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব ব্লাক নাজারেনের বার্ষিক ভোজ অনুষ্ঠিত হয়। এখানে ৩৫ লাখ পুণ্যার্থী যিশুর কালো রঙের ছবি ছোঁয়ার জন্য জড়ো হয়। পুলিশ জানায়, অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবেই শুরু হয়েছিল।

নগর কর্মকর্তা ও পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার সকালে কয়েকশ বছরের পুরনো ব্লাক নাজারেনে নামের যিশুর ছবিটি ছোঁয়ার জন্য ছবিটি বহনকারী বাহন বেয়ে উঠার সময় সাবেক এক জেল কর্মকর্তা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।মানুষ জীবন ও অঙ্গহানির ঝুঁকি নিয়ে ছবিটিতে চুমু খেতে বা ছুঁতে চায়। এই ছবির মধ্যে অলৈৗকিক ক্ষমতা রয়েছে বলে তাদের বিশ্বাস।২০১৬ সালের অনুষ্ঠানে দুই জন প্রাণ হারিয়েছিল।ফিলিপাইন রেডক্রস জানায়, এ বছরের শোভাযাত্রায় ৮শ’র বেশি লোক আহত হয়েছে।শোভাযাত্রাটি মঙ্গলবার ভোরের আগেই শুরু হয় এবং ২২ ঘন্টা পর মধ্যরাতে শেষ হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন