News71.com
 International
 10 Jan 18, 11:14 AM
 129           
 0
 10 Jan 18, 11:14 AM

কেনিয়ার মধ্যাঞ্চলে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৮ জন নিহত।।

কেনিয়ার মধ্যাঞ্চলে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৮ জন নিহত।।

আন্তর্জাতিক ডেস্কঃ কেনিয়ার মধ্যাঞ্চলীয় কিয়ানুগু এলাকার নেইরি-নেয়াহুরুরু সড়কে এক মিনিবাস দুর্ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে একই পরিবারের আটজন নিহত হয়েছে। আঞ্চলিক ফৌজদারি তদন্ত কমান্ডার গিডিওন কিবুঞ্জা আজ বুধবার এ কথা জানিয়েছেন,নিহতরা মুরাংগয়ের একটি শেষকৃত্য অনুষ্ঠান থেকে ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হয়। কিবুঞ্জা আরো বলেন,এতে দুই বছরের এক শিশুসহ পাঁচজন ঘটনাস্থলেই নিহত হয় এবং তিনজন হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এ ঘটনায় আরো পাঁচ যাত্রী আহত হয়েছে। কেনিয়াতে উৎসবের মৌসুমে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন