News71.com
 International
 10 Jan 18, 12:53 PM
 121           
 0
 10 Jan 18, 12:53 PM

হন্ডুরাস উপকূলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প।।সুনামি সতর্কতা জারি

হন্ডুরাস উপকূলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প।।সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্কঃ হন্ডুরাস উপকূলে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭ দশমিক ৬। এতে ক্যারিবীয় উপকূলের পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তবে এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়,ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গ্রেট সোয়ান দ্বীপের প্রায় ২৭ কিলোমিটার পূর্বে ভূ-পৃষ্ঠের অপেক্ষাকৃত কম গভীরে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ককরণ কেন্দ্র জানায়,ভূমিকম্পটির উৎপত্তিস্থলের এক হাজার কিলোমিটারের মধ্যে অবস্থিত উপকূল এলাকায় সুনামির ঢেউ আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন