News71.com
 International
 10 Jan 18, 11:13 AM
 112           
 0
 10 Jan 18, 11:13 AM

রাশিয়ার আকাশে রহস্যময় আলো দেখে বিস্ময়

রাশিয়ার আকাশে রহস্যময় আলো দেখে বিস্ময়

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার আকাশে রহস্যজনকভাবে হঠাৎ আলো চমকালো। যা নিয়ে রীতিমত জল্পনা শুরু হয়েছে। কেউ কেউ আশঙ্কা করেন, যুক্তরাষ্ট্র হয়তো মিসাইল ফেলেছে উত্তর কোরিয়াকে লক্ষ্য করে। আবার কেউ কেউ বলেন, ইউএফও ঘুরে গেল পৃথিবীর উপর দিয়ে।রাশিয়ার এক বিস্তীর্ণ অঞ্চল সম্প্রতি এই অভিজ্ঞতার সাক্ষী হয়ে রইল। তবে এর সূত্রপাত কয়েক হাজার মাইল দূরে বলে অনুমান করা হচ্ছে। রাশিয়ার বিজ্ঞানীরা জানিয়েছে, রাশিয়া কোন মিসাইল টেস্ট করেনি কিংবা কোন উল্কাপাতের ঘটনাও ঘটেনি। এক প্রত্যক্ষদর্শী জানান, দিনের আলোর থেকেও উজ্জ্বল ছিল সেই আলো। সঙ্গে বিস্ফোরণের মতো আওয়াজও হয়। এমনকি ভূমিও কেঁপে ওঠে সেই আওয়াজে। প্রাথমিকভাবে এটা কোন সামরিক অস্ত্র বলেই মনে করা হয়।অন্য এক প্রত্যক্ষদর্শী ডেনিস রোজেনফিল্ড জানান, মহাকাশে কোন গ্রহাণুতে বিস্ফোরণ হয়েছে। যা নিচের বায়ুস্তরে এসে পৌঁছতে পারেনি। কয়েক সেকেন্ডের জন্য ওই আওয়াজ শোনা যায়। যেন কোন কিছু ভেঙে টুকরো টুকরো হয়ে গেল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন