News71.com
 International
 09 Jan 18, 08:00 AM
 153           
 0
 09 Jan 18, 08:00 AM

নয়াদিল্লীতে ভারী কুয়াশায় বিমান ও ট্রেন চলাচল বিঘ্নিত।।

নয়াদিল্লীতে ভারী কুয়াশায় বিমান ও ট্রেন চলাচল বিঘ্নিত।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের রাজধানী নয়াদিল্লী আজ মঙ্গলবার ভারী কুয়াশার চাদরে ঢাকা পড়ে আছে। এতে বিমান ও ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে। কর্মকর্তারা বলেন, ভোরবেলা বৈরী আবহাওয়ার কারণে দিল্লীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত আটটি ফ্লাইট বিলম্বিত হয়েছে।এক সিনিয়র বিমান কর্মকর্তা বলেন, দিল্লীর ইন্দিরা গান্ধী আন্তজাতিক বিমানবন্দরে ভারী কুয়াশার কারণে কম দৃশ্যমানতা বিরাজ করছিল। দৃশ্যমানতা ৫০ মিটারেরও নিচে নেমে আসে।একইভাবে কুয়াশার কারণে দিল্লীর দুটি প্রধান স্টেশন- নিউ দিল্লী রেলওয়ে স্টেশন ও ওল্ড দিল্লী রেলওয়ে স্টেশনের ৪৫টি ট্রেন বিলম্বিত হয়, ২২টির যাত্রা বাতিল করা হয় এবং চারটির যাত্রার নতুন সময়সূচি নির্ধারণ করা হয়। ইন্ডিয়ান রেলওয়ে সকল ট্রেনে ফগ সেফটি যন্ত্র স্থাপন করেও বিপর্যয় ঠেকাতে পারছে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন