News71.com
 International
 09 Jan 18, 02:26 AM
 224           
 0
 09 Jan 18, 02:26 AM

আদালতের অনুমতি ছাড়া সৌদি আরবে ১৮ বছরের কম বয়সী কিশোরীর বিয়ে দেয়া যাবেনা.....

আদালতের অনুমতি ছাড়া সৌদি আরবে ১৮ বছরের কম বয়সী কিশোরীর বিয়ে দেয়া যাবেনা.....

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবে ১৮ বছরের কম বয়সী কোনো কিশোরীর বিয়েতে আদালতের অনুমতি নেওয়া জরুরি বলে সুপারিশ করেছে শুরা কাউন্সিল। গতকাল সোমবার দেশটির ইসলাম ও বিচার বিষয়ক কমিটি অল্প বয়সীদের বিয়ের ব্যাপারে আলোচনার পর এ ধরনের সুপারিশ করেছে। শুরা কাউন্সিলের দেওয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়,আদালতের নির্দেশনা ছাড়া ১৮ বছরের কম বয়সী কোনো কিশোরীর বিয়ে দেওয়া হলে তা কার্যকর হবে না। এক্ষেত্রে একজন বিচারক ওই কিশোরীর বয়স যাচাই-বাছাইয়ের পর বিয়ের ব্যাপারে নির্দেশনা দেবেন।

শুরা কাউন্সিল থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্দেশ্য করে বলা হয়,কোনো কিশোরীর কোনোভাবেই ১৮ বছরের আগে যেন বিয়ে না হয়,সেটা আপনারা নিশ্চিত করবেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়েরও দৃষ্টি আকর্ষণ করা হয় এ ব্যাপারে। ১৮ বছরের কম বয়সী কোনো কিশোরীর বিয়ে হলে কী ধরনের ক্ষতি হতে পারে সে ব্যাপারে সচেতনতা সৃষ্টির জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানানো হয় শুরা কাউন্সিল থেকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন