News71.com
 International
 09 Jan 18, 11:50 AM
 142           
 0
 09 Jan 18, 11:50 AM

ঝড়ে জলে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরের নাকাল অবস্থা।।

ঝড়ে জলে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরের নাকাল অবস্থা।।

আন্তর্জাতিক ডেস্কঃ নিউইয়র্কের পতাকাবাহী বিমানবন্দরের একটি টার্মিনাল জলে তলিয়ে যাওয়ার পাশাপাশি চরম শৈত্যপ্রবাহ ও শীতকালীন ঝড়ের কারণে সেখানে চরম বিশৃংখল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে বিমান চলাচলে বিলম্ব হওয়ায় বহু যাত্রী বিমানবন্দরে দীর্ঘ সময় আটকা পড়ে এবং তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে। নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের চার নম্বর টার্মিনালে পাইপ ভেঙে পানি ঢুকে পড়ায় যাত্রীদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। সেখানে প্রায় তিন ইঞ্চি (আট সেন্টিমিটার) জল জমে গেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে গত বৃহস্পতিবারের ঝড়ের পর রেকর্ড পরিমাণ ঠান্ডা পড়েছে। এতে অন্তত ২২ জনের প্রাণ হারানোর খবর পাওয়া গেছে।নিউইয়র্ক ও নিউজার্সি বন্দর কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক রিক ককটন জানিয়েছেন “জেএফকে বিমানবন্দরে যা ঘটছে তা মেনে নেয়া যায় না।”

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন