News71.com
 International
 09 Jan 18, 11:45 AM
 129           
 0
 09 Jan 18, 11:45 AM

চীনে ভয়াবহ তুষারপাতে ২১ জনের মৃত্যু।।  

চীনে ভয়াবহ তুষারপাতে ২১ জনের মৃত্যু।।   

আন্তর্জাতিক ডেস্কঃ চীনে তাপমাত্রা মাইনাসের কোঠা ছুঁয়েছে। ভয়াবহ তুষারপাতে পরিস্থিতি সংকটজনক হয়েছে। তুষারপাতের জেরে এখনও পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা যায়,গত এক সপ্তাহে পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির আনহুই,হেনান,জিয়াংসু, হুবেই, হুনান,শানক্সি পুরু বরফে ঢেকে গেছে। যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে রাস্তা পরিষ্কারের কাজ। বিপর্যস্ত এলাকা থেকে সাধারণ মানুষদের উদ্ধার করার কাজও চলছে।

এখনও অবধি ৩৭০০ জনকে সুরক্ষিত জায়গায় পাঠানো হয়েছে। ৭০০টি বাড়ি তুষারপাতে ধসে গেছে সম্পূর্ণভাবে। ২৮০০টি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। পাশাপাশি এই তুষারপাতের জন্য প্রায় আড়াই লাখ হেক্টর জমি চাষের অযোগ্য হয়ে গেছে। যার ফলে প্রায় ২৫৪মিলিয়ন ডলার আর্থিক ক্ষতির সম্মুখীন হতে চলেছে এই দেশ। পাশাপাশি ১৯টি জাতীয় সড়ক পুরোপুরি বন্ধ হয়ে গেছে। গত ষাট বছরের শীতের রেকর্ড ভেঙে গেছে। স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন