News71.com
 International
 08 Jan 18, 11:11 AM
 401           
 0
 08 Jan 18, 11:11 AM

ভারতের উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত

ভারতের উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তর প্রদেশে মালবাহি ট্রাক একটি প্রাইভেট কার ও থ্রি হুলারকে চাপা দিলে ১১ জন নিহত হয়।কর্মকর্তারা এ কথা জানান।উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌ থেকে ২৫৭ কিলোমিটার দুরে ফিরোজাবাদ জেলার সিরসাগঞ্জ থানা এলাকায় গতকাল রবিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ কর্মকর্তা মনোজ কুমার বলেন, গত সন্ধ্যায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ১১ জন প্রাণ হারিয়েছে। মালবাহি একটি দ্রুতগামী ট্রাক একটি প্রাইভেট কার ও থ্রি হুইলারকে ধাক্কা দিলে ১১ জন নিহত হয়। তাদেও মধ্যে ২ নারী, ৬ পুরুষ ও ২ জন শিশু রয়েছে।পুলিশ এই ব্যাপারে একটি মামলা দায়ের করে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে।তবে প্রাথমিক তদন্তে পুলিশ বলেছে, ট্রাকটি দ্রুতগতিতে চলছিল বলেই এ দুর্ঘটনা ঘটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন