আন্তর্জাতিক ডেস্কঃ পাপুয়া নিউ গিনির উত্তর উপকূলে আজ সোমবার আগ্নেয়গিরির অগ্নুৎপাত অব্যাহত রয়েছে। এতে কয়েকশ’ আতঙ্কিত স্থানীয় বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।গত শুক্রবার এ অগ্নুৎপাত শুরু হয়।ঠিক কতজন স্থানীয় গ্রামবাসী এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে তা জানা যায়নি।সূত্রে জানা গেছে, কাদোভার দ্বীপের ৫শ’ থেকে ৬শ’ বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ডারউইন ভলকানিক অ্যাশ অ্যাডভাইসরি সেন্টারের বন কর্মকর্তা ও ব্রাইয়েন বলেন, আগ্নেয়গিরি থেকে নির্গত ছাইভস্ম বিমান চলাচলে কোন বাধা বা ঝুঁকির সৃষ্টি করবে না।