News71.com
 International
 08 Jan 18, 04:58 AM
 163           
 0
 08 Jan 18, 04:58 AM

কানাডায় একটি বাড়িতে অগ্নিকান্ডে ৪ শিশুর মৃত্যু।।

কানাডায় একটি বাড়িতে অগ্নিকান্ডে ৪ শিশুর মৃত্যু।।

আন্তর্জাতিক ডেস্কঃ কানাডার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নোভো স্কশিয়া প্রদেশের একটি বাড়িতে গতকাল রবিবার অগ্নিকান্ডে চার শিশুর মৃত্যু হয়েছে।পশ্চিম পুবনিকো দমকল বিভাগের উপ-প্রধান ট্রয় অমিরাল্ট জানান, গত শনিবার দিবাগত মধ্যরাতের পর তারা নোবো স্কশিয়ার পুবনিকো নগরী থেকে প্রায় ২৬০ কিলোমিটার দূরের একটি বাড়িতে আগুন লাগার খবর পেয়ে সেখানে দ্রুত দমকল কর্মী পাঠায়।আগুন থেকে বেঁচে যাওয়া দু’জনের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।গতকাল রবিবার ভোরে যখন দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় তখনও বাড়িটিতে আগুন পুড়ে জ্বলতে দেখে।পরে কয়েক ঘণ্টা ধরে চেষ্টা করে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন