News71.com
 International
 08 Jan 18, 04:43 AM
 140           
 0
 08 Jan 18, 04:43 AM

সিরিয়ার ইদলিবে ভয়াবহ বিস্ফোরণে নিহত ২৩।।

সিরিয়ার ইদলিবে ভয়াবহ বিস্ফোরণে নিহত ২৩।।

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব শহরে ছোট একটি বিদ্রোহী দলের সদর দপ্তরে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ বিস্ফোরণের বিষয়টি জানিয়েছে। সংস্থাটির দাবি,নিহতদের মধ্যে সাতজন বেসামরিক নাগরিকও রয়েছেন। দবে ঠিক কী কারণে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে,তা এখনো পরিস্কারভাবে জানা যায়নি।

একেক সূত্র একেক ধরনের তথ্য দিচ্ছে। কেউ বলছেন গাড়ি বোমা হামলা চালানোর ফলে ঘটনাটি ঘটেছে,আবার কেউ বলছেন সেখানে ড্রোন হামলা চালানো হয়েছে। জানা গেছে,ইতোমধ্যেই উদ্ধারকারী দলগুলোর সদস্যরা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে হতাহতদের উদ্ধার অভিযান শুরু করেছেন। সংস্থাটি বলছে,উদ্ধার অভিযানে নিহত আরো অনেকে উদ্ধার হতে পারেন। তুর্কি সীমান্তে অবস্থিত ইদলিব প্রদেশে দেশটির প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিরোধী বাহিনীগুলোর সর্বশেষ শক্তিশালী ঘাঁটি রয়েছে। এর আগে ২০১৫ সালে সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের কাছে পরাজিত হয়ে ওই এলাকার নিয়ন্ত্রণ হারায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন