আন্তর্জাতিক ডেস্কঃ সাম্প্রতিক গ্লোবাল ওয়ার্মিং সমস্যায় গবেষকরা বলেছিলেন,পৃথিবীর তাপমাত্রা চরমভাবাপন্ন হবে। আর সেই ঘটনাই ঘটেছে। উত্তর গোলার্ধে যখন প্রচণ্ড ঠাণ্ডার কারণে আমেরিকা-কানাডা ও ইউরোপ বিপর্যস্ত তখন দক্ষিণ গোলার্ধে তার বিপরীত অবস্থা দেখা যাচ্ছে। অস্ট্রেলিয়ায় সম্প্রতি এত গরম পড়েছে যে,তাকে দীর্ঘ ৮০ বছরের মধ্যে সর্বোচ্চ গরম বলা হচ্ছে। প্রচণ্ড তাপে বিপর্যস্ত হয়ে পড়েছে অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ শহর সিডনি। আবহাওয়া অফিস জানিয়েছে আজ রবিবার সিডনির পেনরিথ এলাকার তাপমাত্রা রেকর্ড ৪৭ দশমিক ৩ ডিগ্রিতে পৌঁছায়,যা ১৯৩৯ সালের পর সর্বোচ্চ। প্রচণ্ড গরমের কারণে লোকজনকে খুব জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে নিষেধ করছে কর্তৃপক্ষ। এতে রাস্তায় গাড়িচলাচলেও সতর্ক থাকতে হচ্ছে। কারণ পিচের রাস্তা প্রচণ্ড তাপে অনেক স্থানেই গলে যাচ্ছে। ফলে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। তাপমাত্রার কারণে সিডনি ও এর আশপাশের এলাকায় জরুরি অগ্নি সতর্কতা জারি করা হয়েছে। অস্ট্রেলিয়ায় পানির সংকট অত্যন্ত গুরুতর। এবারের গরমের কারণে এ সংকট বেড়ে গিয়ে ভয়াবহ সমস্যা তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই।