আন্তর্জাতিক ডেস্কঃ কঙ্গোর গ্যালিমাতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। ভূমিধস ও বন্যার পানির তোড়ে বস্তির এলাকার অনেক ঘরবাড়ি ভেসে গেছে। ফলে ভোরে বস্তি এলাকার মানুষকে গৃহহীন অবস্থায় দেখা যায়।গত বুধবার রাতে প্রাকৃতিক দুর্যোগে কিনশাসায় ৪৪ জন মারা গেছে। এদের মধ্যে ব্রুনেলে নামের এক কিশোর, তার বোন গ্লাডিস ও গ্লাডিসের শিশু রয়েছে।প্রতিবেশীরা জানান, তাদের হলদেটে মাটির তৈরি কাঁচা ঘরটি পানির তোড়ে ভেসে গেছে।টানা প্রবল বৃষ্টিপাতের কারণেই এ বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। এসব মৃত্যু এড়ানো সম্ভব ছিল। কিন্তু দারিদ্রতার কারণে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা জনকীর্ণ বস্তিুগুলোর কারণেই তাদেরকে প্রাণ হারাতে হলো।