News71.com
 International
 05 Jan 18, 09:08 AM
 144           
 0
 05 Jan 18, 09:08 AM

মস্কোয় বর্ণিল আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন।।

মস্কোয় বর্ণিল আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন।।

 আন্তর্জাতিক ডেস্কঃ বর্ণিল আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে সংগঠনের রাশিয়া শাখা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বরণ,কেক কাটা ও আলোচনা সভাসহ নানামুখী কর্মসূচির মধ্যে দিয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মস্কোর একটি রেস্টুরেন্টে দিবসটি পালন করা হয়। বাংলাদেশ ছাত্রলীগ রাশিয়া শাখার সভাপতি আবদুল্লাহ আল মামুন রাজীবের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকিকুল ইসলাম লিয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখার সাবেক সাধারণ সম্পাদক বাহাউদ্দিন তালুকদার মিন্টু,ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও মস্কোর গণমৈত্রী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক বারেক কায়সার।

অনুষ্ঠানে বক্তারা বলেন,১৯৪৮ সালের ৪ জানুয়ারি সময়ের দাবিতেই বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সময়ের প্রয়োজন মেটাতেই দেশের সকল সংকটে ভূমিকা রেখেছে বাংলাদেশ ছাত্রলীগ। জন্মের প্রথম লগ্ন থেকেই ভাষার অধিকার,শিক্ষার অধিকার, বাঙালির স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা,দুঃশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান,সর্বোপরি স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের সাত দশকের সবচেয়ে সফল সাহসী সারথি বাংলাদেশ ছাত্রলীগ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাশিয়া শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সৌম্য দাস, মুরারী সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক স্বরুপ দেব, রহমাতুল্লাহ, রাজিব রায়হান, প্রচার সম্পাদক হৃদয় ফকির, আন্তর্জাতিক সম্পাদক ফয়সাল আলম, উপ-দপ্তর সম্পাদক জিয়া উদ্দিন, উপ-প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম সানি, মোফাজ্জল হোসেন রুম্মান, আতিকুল ইসলাম রিগান, দেবাসিস সরকার, তানভীর আনোয়ার পনি প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন