আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান ইউরোপের সঙ্গে সম্পর্কোন্নয়নের লক্ষ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে আলোচনার জন্য আজ শুক্রবার প্যারিস সফরে যাচ্ছেন। ২০১৭ সালে বাকযুদ্ধে জড়ানোর পর তিনি এ সফরে যাচ্ছেন। এলিসি প্যালেসে মধ্যাহ্নভোজ সভার আলোচনায় সিরিয়া এবং ইইউ-তুরস্ক সম্পর্কের বিষয় স্থান পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে সিরিয়ায় অভ্যুত্থান পরবর্তী এরদোগানের অভিযোগমুক্তি প্রশ্নে ম্যাখোঁ উদ্বেগ জানাতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।২০১৫ সালে জুলাই মাসে বৈপ্লবিক অভ্যুত্থানে সৃষ্ট বিশৃংখলার পর এই প্রথমবারের মতো এরদোগান ফ্রান্স সফরে যাচ্ছেন।