News71.com
 International
 05 Jan 18, 11:57 AM
 144           
 0
 05 Jan 18, 11:57 AM

গত ৪ বছরে সামরিক খাতে ভারতের খরচ ২.৪০ লাখ কোটি টাকা

গত ৪ বছরে সামরিক খাতে ভারতের খরচ ২.৪০ লাখ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্কঃ গত চার বছরে প্রতিরক্ষায় বিপুল পরিমাণ অর্থ খরচ করেছে ভারত। বিদেশি এবং দেশি নির্মাণ সংস্থার সঙ্গে মোট ১৮৭টি চুক্তিতে স্বাক্ষর করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রালয়। আর সেই খাতে খরচ করেছে ২.৪০ লাখ কোটি ভারতীয় টাকা। ভারতের প্রতিরক্ষা মন্ত্রালয়ের প্রতিমন্ত্রী সুভাষ ভামরে এই তথ্য জানিয়েছেন।তিনি জানিয়েছেন, এই ১৮৭টি চুক্তির মধ্যে ১১৯টি স্বাক্ষরিত হয়েছে দেশী সংস্থার সঙ্গে। যার মোট মূল্য ১.৬২ লাখ কোটি টাকা। অন্যদিকে বিদেশি সংস্থার সঙ্গে হয়েছে মোট ৬৮টি চুক্তি, যার মূল্য ১.২৪ লাখ কোটি। সব মিলিয়ে মোট ২.৪০ লাখ কোটি টাকা বরাদ্দ হয়েছে সকল চুক্তির জন্য।

ভামরে আরও জানান,, ২০১৪-১৫ সালে খরচ হয়েছিল ৬৫,৮৬২ কোটি টাকা, ২০১৫-১৬ সালে সেই পরিমাণ দাঁড়ায় ৬২,২৩৫ কোটি টাকা ও ২০১৬-১৭ সালে হয় ৬৮,২৫২ কোটি টাকা। অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড ও অন্যান্য সরকারি ডিফেন্স সেক্টরে ২০১৪-১৫ সালে ৪৬,৩৯০ কোটি টাকার প্রোডাকশন হয়েছে আর ২০১৫-১৬ সালে ৫২,৯৬০ কোটি টাকার প্রোডাকশন হয়েছে।সম্প্রতি ভারতের বিমানবাহিনীর ক্ষমতা আরও বাড়াতে দুটি প্রস্তাবে অনুমোদন দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামণ। মঙ্গলবার সেই প্রস্তাবগুলিতে অনুমোদন দেন তিনি। এর মধ্যে রয়েছে এক বিশেষ ধরনের বোমা যুক্ত করার প্রস্তাব। মোট ২৪০টি বোমার জন্য প্রস্তাব দেওয়া হয়। এর জন্য বরাদ্দ করা হয়েছে ১২৫৪ কোটি টাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন