News71.com
 International
 05 Jan 18, 11:53 AM
 168           
 0
 05 Jan 18, 11:53 AM

আবারও কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণ, নিহত ১১ আহত ২৫।।  

আবারও কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণ, নিহত ১১ আহত ২৫।।   

আন্তর্জাতিক ডেস্কঃ আবারও আত্মঘাতী বোমা বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল। এতে নিহত হয়েছেন কমপক্ষে ১১ জন। আহত হয়েছেন ২৫ জন। স্থানীয় সময়ানুসারে গতকাল বৃহস্পতিবার রাত ৮.৩০টার দিকে এই বিস্ফোরণ ঘটে বলে জানা যায়। এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে,এই হামলায় কমপক্ষে ১১ জন প্রাণ হারিয়েছে এবং এখন পর্যন্ত ২৫ জন আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে প্রত্যক্ষদর্শীদের মতে,এটি আত্মঘাতী বোমা বিস্ফোরণ এবং কমপক্ষে ২০ জন প্রাণ হারিয়েছে। জানা যায়,কাবুলের বানায়ি এলাকায় পুলিশের একটি গাড়ির কাছাকাছি অবস্থানে এ হামলা চালানো হয়। এখন পর্যন্ত কোন গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। গত এক মাসে কাবুলে পৃথক সন্ত্রাসী ও আত্মঘাতী হামলায় প্রায় ১০০ জনের মত নিহত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন