আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার একটি জুতা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবারের এ দুর্ঘটনায় অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে। নিহতের মধ্যে সাতজন চীনা শ্রমিক বলে জানা গেছে। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাতে সূত্রে জানায়, সাইবেরিয়ান শহর নভোসিরিস্ক থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে চেরনোরেচেনস্কি গ্রামে স্থানীয় সময় সকাল ৯ টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা যায়। এ ব্যাপারে স্থানীয় এক সরকারি কর্মকর্তা জানান,প্রাথমিকভাবে দশজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে রাশিয়ান কোনো নাগরিক নাই বলেও জানান তিনি।