আন্তর্জাতিক ডেস্কঃ পৃথিবী জুড়ে মানবাধিকার লংঘিত হচ্ছে। আর সেই মানবাধিকার রক্ষার আন্দোলনে ইতালি প্রবাসী দুই তরুণের নেতৃত্বে একটি শক্তিশালী গ্রুপ কাজ শুরু করেছে। ইতোমধ্যেই সেখানে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। মানবাধিকার ফাউন্ডেশনের আহ্বায়ক মনোনীত হয়েছেন তরুণ রাজনৈতিক ও ব্যবসায়ী মান্নান মাদবর মঞ্জু এবং সদস্য সচিব মনোনীত হয়েছেন মাহে আলম শ্যামল। ইতালির রাজধানী রোমে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন আহ্বায়ক মান্নান মাদবর। সদস্য সচিব শ্যামল জানান,তারা সকলকে জানিয়ে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। আহ্বায়ক কমিটি সূত্রে জানা গেছে,এই মানবাধিকার ফাউন্ডেশনের সাথে সবাই কাজ করতে পারবেন।