News71.com
 International
 04 Jan 18, 08:09 AM
 129           
 0
 04 Jan 18, 08:09 AM

বয়সের প্রমাণপত্র দেখাতে না পারলে কেরালার মন্দিরে ঢুকতে পারবেন না নারীরা।।

বয়সের প্রমাণপত্র দেখাতে না পারলে কেরালার মন্দিরে ঢুকতে পারবেন না নারীরা।।

আন্তর্জাতিক ডেস্কঃ মন্দিরে ঢুকতে হলে বয়সের প্রমাণপত্র দেখাতে হবে নারীদের। আধার কার্ড বা ভোটার আইডি কার্ডের মতো ন্যায্য প্রমাণপত্র দেখাতে না পারলে এই মন্দিরে ঢুকতে পারবেন না নারীরা। ভারতের কেরালার সবরীমালা ১০ থেকে ৫০ বছর বয়সের নারীরা সবরীমালা মন্দিরে ঢোকার ছাড়পত্র পান না। কোনো ভাবেই মন্দিরের সেই রীতি যাতে না ভাঙে,তা নিশ্চিত করতেই এবার বয়সের প্রমাণপত্র খতিয়ে দেখার ব্যবস্থা। কেরালার সবরীমালার আইয়াপ্পার মন্দিরে প্রবেশাধিকার নেই ১০ থেকে ৫০ বছর বয়সী নারীদের। ঋতুমতী মেয়ের মন্দিরে ঢোকা থেকে আটকাতে ১০ থেকে ৫০ বছর বয়সের সব নারীদের নিষিদ্ধ করা হয়েছে এখানে। সবরীমালায় ১০ থেকে ৫০ বছর বয়সী নারীদের প্রবেশাধিকার না থাকার বিরুদ্ধে একটি মামলা ঝুলছে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন