আন্তর্জাতিক ডেস্কঃ লন্ডন থেকে মুম্বাইগামী জেট এয়ারওয়েজের একটি বিমানে পুরুষ ও নারী পাইলট চালিয়ে নিচ্ছিলেন ৩২৪ যাত্রীবাহী একটি ফ্লাইট। তাদের নিয়ে যাওয়ার সময় হঠাৎ দুই পাইলটের মনোমালিন্য থেকে হাতাহাতিতে গড়ায়।মাঝ আকাশে হঠাৎ তাদের কাণ্ডে ঘাবড়ে যান জেট এয়ারওয়েজের যাত্রীরা। নিরাপদে গন্তব্যে পৌঁছার বিষয়েও শংকায় পড়ে যান তারা।কোনো কারণে দুই পাইলটের মধ্যে হঠাৎ অশান্তি ও কথাকাটাকাটি শুরু হয়। শেষে পুরুষ পাইলটটি উত্তেজিত হয়ে চড় মেরে বসেন নারী পাইলটকে।চড় খেয়ে মাঝ আকাশে ককপিট ছেড়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসেন ওই নারী পাইলট।এ সময় বিমানটির যাত্রীরা ঘাবড়ে যান। তবে শেষ পর্যন্ত নিজেকে সামলে ককপিটে ফেরেন ওই নারী পাইলট। যাত্রীরাও শেষ পর্যন্ত লন্ডন থেকে মুম্বাইয়ে নিরাপদে এসে পৌঁছান।এদিকে মাঝ আকাশে পুরুষ পাইলটটির দায়িত্বজ্ঞানহীন আচরণ সম্পর্কে অবগত হওয়ার পর এয়ারলাইনস কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্তের কথা জানিয়েছে। এ সময়ের মধ্যে ওই দুই পাইলটকে আর একসঙ্গে বিমান চালানোর সুযোগ দেয়া হবে না।