News71.com
 International
 03 Jan 18, 12:01 PM
 135           
 0
 03 Jan 18, 12:01 PM

পরমাণু অস্ত্রের বোতাম আমার কাছেও আছে, এটি আরও বড় এবং শক্তিশালী।।কিমকে শাসালেন ট্রাম্প

পরমাণু অস্ত্রের বোতাম আমার কাছেও আছে, এটি আরও বড় এবং শক্তিশালী।।কিমকে শাসালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ কিম জং-উন একটা কিছু বলবেন আর ডোনাল্ড ট্রাম্প চুপ করে থাকবেন- এটা কেউ আশা করে না। হলোও তাই। নতুন বছর উপলক্ষ্যে দেয়া বক্তৃতায় কিম জং-উন বলেছিলেন, পারমাণবিক অস্ত্র চালু বোতাম সবসময় তার টেবিলেই থাকে। আমেরিকা কখনই যুদ্ধ শুরু করতে পারবে না। পুরো আমেরিকাই এখন উত্তর কোরয়ার পারমাণবিক অস্ত্রের আওতায়। এটা কোনো হুমকি নয়, বাস্তবতা। সেই হুমকির জবাবে আজ বুধবার টুইটারে ট্রাম্প লিখেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, পারমাণবিক অস্ত্র চালুর বোতাম সবসময় তার টেবিলেই থাকে। তার দেওলিয়া ও ক্ষুধার্ত সরকারের কেউ তাকে দয়া করে জানিয়ে দিও, পারমাণবিক অস্ত্রের বোতাম আমার কাছেও আছে। কিন্তু সেটি অনেক বিশাল এবং অনেক বেশি শক্তিশালী। আমার বোতাম কাজও করে।২০১৭ সালের বিশ্ব রাজনীতি সরগরম ছিল কিম ও ট্রাম্পের হুমকি-পাল্টা হুমকিতেই। নতুন বছরেও তার ব্যত্যয় হলো না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন