News71.com
 International
 02 Jan 18, 07:47 AM
 160           
 0
 02 Jan 18, 07:47 AM

কানাডায় স্মরনকালের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড, বাতিল শত শত ফ্লাইট।  

কানাডায় স্মরনকালের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড, বাতিল শত শত ফ্লাইট।   

আন্তর্জাতিক ডেস্কঃ বছর শুরু না হতেই রেকর্ড গড়েছে কানাডার তাপমাত্রা।দেশটিতে ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে।আজ মঙ্গলবার কুইবেকের লা গ্রান্ডেতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় মাইনাস ৪৮.২ ডিগ্রি সেলসিয়াস। শুধুই কুইবেকেই নয়, আলবার্টা, অন্টারিওসহ চার প্রদেশেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে। তাপমাত্রার কারণে জনজীবনেও তার বিরূপ প্রভাব পড়েছে।দেশটির বিমানবন্দরের বিভিন্ন ওয়েবসাইট থেকে জানা গেছে, বেশ কয়েকটি ফ্লাইট চার থেকে পাঁচ ঘণ্টা বিলম্বিত হয়েছে।শত শত ফ্লাইট বাতিল হওয়ার ঘটনাও ঘটেছে।টরেন্টো, মনট্রিল, অটোয়াসহ বিভিন্ন বিমানবন্দরে যাত্রীদের ভ্রমণের বিষয়ে সতর্ক করে দেয়া হয়েছে। পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইট অ্যাওয়ার জানিয়েছে, শুধু টরন্টো বিমানবন্দরেই প্রায় ৫০০ ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন