আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। আর তারই জের ধরে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার এক টুইটার বার্তায় অভিযোগ করেছেন, ওয়াশিংটনকে ইসলামাবাদ মিথ্যা ও প্রতারণা ছাড়া কিছুই দেয়নি। এ ব্যাপারে ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্র বোকার মতো গত বেশ কয়েক বছর ধরে পাকিস্তানকে ৩ হাজার ৩০০ কোটি ডলার দিয়েছে। তারা আমাদের মিথ্যা ও প্রতারণা ছাড়া কিছুই দেয়নি এবং আমাদের নেতাদের বোকা ভেবে আসছে। আমরা মার্কিনীরা আফগানিস্তানে যেসব সন্ত্রাসীদের শিকার করছি তাদের জন্য নিরাপদ স্বর্গের ব্যবস্থা করেছে পাকিস্তান । কিন্ত আর না।উল্লেখ্য, সম্প্রতি ট্রাম্প প্রশাসন নতুন জাতীয় নিরাপত্তা নীতি ঘোষণা করেছে। এরপরই ওয়াশিংটন ও ইসলামাবাদের মধ্যে সম্পর্কের টানপোড়েন দেখা দেয়।