News71.com
 International
 02 Jan 18, 02:20 AM
 152           
 0
 02 Jan 18, 02:20 AM

ইসলামাবাদে নিযুক্ত মার্কিন দূতকে পররাষ্ট্র দপ্তরে তলব পাকিস্তান

ইসলামাবাদে নিযুক্ত মার্কিন দূতকে পররাষ্ট্র দপ্তরে তলব পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তান দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে।আজ মঙ্গলবার পাকিস্তানে মার্কিন দূতাবাসের এক মুখপাত্র একথা জানান।জঙ্গিদের সম্পর্কে মিথ্যা ও শঠতার আশ্রয় নেয়ার’ অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানে সহায়তা বন্ধের কথা বলার পর দু’দেশের মধ্যে ব্যতিক্রমী এ প্রকাশ্য বিরোধের সৃষ্টি হলো।মার্কিন রাষ্ট্রদূত ডেভিড হালেকে গতকাল সোমবার রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাদের পররাষ্ট্র দপ্তরে ডেকে পাঠানো হয়।এর আগে ইসলামাবাদ ট্রাম্পের ওই অভিযোগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে।উল্লেখ্য পাকিস্তান কর্তৃপক্ষ দেশটিকে জঙ্গিদের জন্য নিরাপদ স্বর্গ বানিয়ে ফেলেছে বলে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প টুইটারে অভিযোগ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন