আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ার রিভার্স রাজ্যে এক বন্দুক হামলায় গির্জায় প্রার্থনায় অংশ নেয়া কমপক্ষে ১৫ ভক্ত নিহত হয়েছে।গতকাল সোমবার মধ্য রাতের এক প্রার্থনা সভায় অংশ নিয়ে ফেরার পথে তারা এ নির্মম হামলার শিকার হয়।জানা যায় গতকাল সোমবার রাত সাড়ে ১২ টার দিকে উপাসকদের একটি দলের ওপর ওই বন্দুকধারী বেপরোয়াভাবে গুলি বর্ষণ করে। তারা নববর্ষ উপলক্ষে আয়োজিত এক প্রার্থনা সভায় অংশ নিতে গির্জায় গিয়েছিল।এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত ও ১৭ জন মারাত্মকভাবে আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে।