News71.com
 International
 02 Jan 18, 02:09 AM
 139           
 0
 02 Jan 18, 02:09 AM

শত্রুপক্ষকে ধ্বংস করতে সক্ষম নাসার স্যাটেলাইট রোবট।।  

শত্রুপক্ষকে ধ্বংস করতে সক্ষম নাসার স্যাটেলাইট রোবট।।   

আন্তর্জাতিক ডেস্কঃ রোবট প্রযুক্তিকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেল নাসা। মার্কিন প্রতিরক্ষা গবেষণা সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এক রোবট তৈরি করছে নাসা। যা স্যাটেলাইট মেরামতিও করতে পারবে। এই বিশেষ রোবটিক স্যাটেলাইটটির নাম 'সার্ভিস স্টেশনস ইন অরবিট'। রোবটটি রিফুয়েল এবং মেরামতিই শুধু করবে না। উপরন্তু শত্রু দেশের মহাকাশযানকেও এটি ধ্বংস করতে সক্ষম। এমনকি এটি স্যাটেলাইটের কার্যক্ষমতা বাড়াতেও সক্ষম।

তবে,স্যাটেলাইট যদি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয় তা সারাতে পারবে না এই রোবট। কিন্তু স্যাটেলাইটকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সক্ষম এই রোবট। বর্তমানে মহাকাশে যদি কোনও স্যাটেলাইট খারাপ হয়ে যায়। তাহলে তা সহজে সারানো সম্ভব হয় না। কিছু কিছু ক্ষেত্রে সম্ভব হলেও তা যথেষ্ট খরচ সাপেক্ষ এবং কঠিনও। এবার এই সমস্ত সমস্যার সমাধানেও নাসা এই নতুন রোবট তৈরির চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন