আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলের কেন্দ্রীয় প্রদেশ গইয়াসের একটি কারাগারে বন্দীদের মধ্যে দাঙ্গার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ৯ জন নিহত ও ১৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। দাঙ্গার ঘটনার পর জেল থেকে অন্তত ৮০ জন কয়েদি পালিয়ে গেছে। ওই কারাগারে প্রায় নয়শ কারাবন্দি ছিল। পুলিশ কর্মকর্তারা বলছেন,জেলখানায় বিরোধী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটেছে। বিরোধী পক্ষ এসময় একজনের মাথা কেটে নিয়েছে বলেও জানান তারা। তবে তারা বলছে,পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। গইয়াস প্রদেশের রাজধানী গইয়ানিয়াকে একটি জেলখানায় নতুন বছরের প্রথম দিন দুপুরের দিকে এই সংঘর্ষ শুরু হয়। পালিয়ে যাওয়ার পর প্রায় ৩০ জনকে পুনরায় গ্রেফতার করেছে পুলিশ। তবে ৮০ জনের মতো বন্দি এখনো পলাতক রয়েছে।