আন্তর্জাতিক ডেস্কঃ সীমান্ত সন্ত্রাস বন্ধ না হলে পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক পুন:স্থাপন হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ। নিয়ন্ত্রণ রেখায় নিয়মিত গুলি বিনিময়ের কারণে পার্শ্ববর্তী দেশটির সঙ্গে ক্রিকেট সিরিজ মাঠে গড়ানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তিনি। ভারতের পররাষ্ট্র সংক্রান্ত এক পরামর্শক কমিটির বৈঠকে স্বরাজ বলেন,আন্ত:সীমান্তে বিপুল পরিমাণ গোলাগুলির অব্যাহত থাকায় এমন ক্রিকেট সিরিজ আয়োজন বেমানান।দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনে দীর্ঘ দিন যাবত স্থগিত থাকা ক্রিকেটীয় সম্পর্ক পুন:স্থাপন একটা বিকল্প হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী মোদী সরকারের মনোভাব জানিয়ে দিলেন।
রাজনৈতিক উত্তেজনার কারণে দীর্ঘ দিন যাবত প্রতিদ্বন্দ্বী দেশ দু’টি কোন দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ খেলছে না। সর্বশেষ ২০১২-১৩ মৌসুমে সংক্ষিপ্ত সিরিজ খেলতে ভারত সফর করেছিল পাকিস্তান ক্রিকেট দল।দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারতীয় দল সর্বশেষ পাকিস্তান সফর করেছিল ২০০৫-০৬ মৌসুমে।দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হলেও ভারত সে চুক্তির প্রতি সম্মান দেখায়নি।আন্ত:সীমান্ত সন্ত্রাসসহ সীমান্ত উত্তেজনা বিষয়ে ভারতীয় ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৭ সালে আটশ বার আন্ত সীমান্তে সন্ত্রাস হয়েছে।চুক্তি অনুযায়ী সিরিজ না খেলায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিরুদ্ধে ৭০ মিলিয়ন ডলার ক্ষতি পূরণ চেয়ে গত নভেম্বরে আইনি নোটিশ পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।