আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পাচ্ছেন অভিজ্ঞ কূটনীতিক বিজয় কেশব গোখালে।নয়াদিল্লিতে আজ সোমবার তার নিয়োগের ঘোষণা দেয়া হয়েছে। আগামী ২৮ জানুয়ারি বর্তমান পররাষ্ট্র সচিব এস জয়শঙ্করের মেয়াদ শেষ হচ্ছে।এর পরদিনই পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেবেন গোখালে। ভারতীয় পররাষ্ট্র সার্ভিসে ১৯৮১ ব্যাচের কর্মকর্তা বিজয় গোখালে বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (অর্থনৈতিক সম্পর্ক) পদে কর্মরত আছেন।এর আগে তিনি চীনে ভারতের রাষ্ট্রদূত ছিলেন। এ ছাড়া জার্মানি ও মালয়েশিয়ায় ভারতের দূত হিসেবে কাজ করেছেন। গত বছর চীন ও ভারতের মধ্যে ডোকলাম সীমান্তে সৃষ্ট উত্তেজনা প্রশমনে বড় ভূমিকা রেখেছিলেন বিজয় গোখালে।বর্তমান পররাষ্ট্র সচিব জয়শঙ্কর ২০১৫ সালের ২৯ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করেন। দুই বছর মেয়াদ পূর্ণ করার পর ভারত সরকার তাকে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।