News71.com
 International
 02 Jan 18, 01:51 AM
 223           
 0
 02 Jan 18, 01:51 AM

২০১৭ সালে রেমিট্যান্স প্রবাহ ১৩ হাজার মিলিয়ন মার্কিন ডলার অতিক্রম।।

২০১৭ সালে রেমিট্যান্স প্রবাহ ১৩ হাজার মিলিয়ন মার্কিন ডলার অতিক্রম।।


নিউজ ডেস্কঃ সদ্য সমাপ্ত ২০১৭ সালের রেমিট্যান্স প্রবাহ ১৩ হাজার মিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। এই রেমিট্যান্স প্রবাহ বিগত কয়েক মাস ধরে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের (বিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী ২০১৭ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রবাসী বাংলাদেশীরা দেশে ৬ হাজার ৯৩৫ দশমিক ৭২ মিলিয়ন মার্কিন ডলার এবং বছরের প্রথম ৬ মাসে ৬ হাজার ৬০২ দশমিক ৬০ মিলিয়ন মার্কিন ডলার প্রেরণ করেছে। ২০১৭ সালে মোট রেমিট্যান্স প্রবাহ ছিলো ১৩ হাজার ৫৩৮ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার। বিবি’র ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান আজ বলেন,কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পদক্ষেপের কারণে অনাবাসিক বাংলাদেশীরা (এনআরবি) বৈধ উপায়ে দেশে টাকা প্রেরণ করায় বিদায়ী বছরে রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।

তিনি বলেন,২০১৭ সালের প্রথম কয়েক মাসে তেলের মূল্য কমে যাওয়ার কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মরত বেশির ভাগ বাংলাদেশি অভিবাসীর আয়ে প্রভাব পড়ায় রেমিট্যান্স প্রবাহে গতি কমে যায়। এ ছাড়াও কিছুসংখ্যক এনআরবি অবৈধ পথে দেশে টাকা প্রেরণ করে। বিবি’র ডেপুটি গভর্নর বলেন,বৈধ উপায়ে দেশে টাকা প্রেরণের মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ যাতে বৃদ্ধি পায়,সে জন্য বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে এখন অভিবাসী বাংলাদেশীরা তাদের উপার্জন বৈধ উপায়ে পাঠাতে আরো স্বাচ্ছন্দ্য বোধ করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন