News71.com
 International
 01 Jan 18, 07:31 AM
 161           
 0
 01 Jan 18, 07:31 AM

যুক্তরাষ্ট্রে বৈঠকে বসছে ভারত-পাকিস্তান।।

যুক্তরাষ্ট্রে বৈঠকে বসছে ভারত-পাকিস্তান।।

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা চলছে। সেই সঙ্গে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে পৌঁছেছে অনেক আগে থেকেই। আর এমন আবহের মধ্যেই বৈঠকে বসতে চলেছে ভারত ও পাকিস্তান। এই দু’দেশের মধ্যে সিন্ধু পানি চুক্তির অধীনে দু’টি পানিবিদ্যুৎ প্রকল্প নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।ঘটনাটি নিঃসন্দেহে ব্যতিক্রমী। কূটনৈতিক সূত্রের মতে, এর পেছনে রয়েছে আন্তর্জাতিক উদ্যোগ। বৈঠকটি হচ্ছে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে। বিশ্বব্যাঙ্কের তত্ত্বাবধানে। বৈঠকের জন্য কেন্দ্রীয় পানিসম্পদ সচিব অমরজিৎ সিংহ ওয়াশিংটন পৌঁছেছেন। থাকছেন আমেরিকায় অবস্থিত ভারতীয় রাষ্ট্রদূত নভতেজ সারনাও।

ইতোমধ্যে পাকিস্তানের পক্ষ থেকেও সংশ্লিষ্ট কর্তারা পৌঁছে দিয়েছেন। আজ সোমবার গভীর রাতে বৈঠকটি হওয়ার কথা আছে বলে জানা গেছে। বৈঠককে স্বাগত জানিয়ে বিশ্বব্যাঙ্কের অন্যতম শীর্ষ কর্তা অ্যানেট ডিক্সন একটি চিঠিতে জানিয়েছেন, বিশ্বব্যাঙ্ক দু’দেশের শুভবুদ্ধি এবং সহযোগিতার মনোভাবকে স্বাগত জানাচ্ছে। এই চুক্তিকে সুরক্ষিত করতে এবং এগিয়ে নিয়ে যেতে দু’দেশই প্রস্তুত হয়ে আসুন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন