News71.com
 International
 01 Jan 18, 07:10 AM
 172           
 0
 01 Jan 18, 07:10 AM

যুক্তরাজ্যের লিভারপুলে কার পার্কিংয়ে আগুন ।। পুড়ল ১৪০০ গাড়ি  

যুক্তরাজ্যের লিভারপুলে কার পার্কিংয়ে আগুন ।। পুড়ল ১৪০০ গাড়ি   

আন্তর্জাতিক ডেস্কঃ লিভারপুল ইকো এরিনা পার্কে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪শ গাড়ি পুড়ে গেছে। বহুতল কার পার্কিংয়ে অগ্নিকাণ্ডের সময় বহু গাড়ি রাখা ছিল। আগুনে পুড়ে বেশ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।দমকল বাহিনী এবং উদ্ধারকর্মীরা কিংস ডকের কাছে লিভারপুল ইকো এরিনা পার্কের ওই অগ্নিকাণ্ডের ঘটনাকে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা বলে উল্লেখ করেছেন।গ্রীনিচ মান সময় ৪টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুনে আহত কারো অবস্থায় আশঙ্কাজনক নয় বলে জানানো হয়েছে।দমকল বাহিনী জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের ১৪টি গাড়ি ঘটনাস্থলে মোতায়েন করা হয়। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ১৬শ গাড়ি ধারণ ক্ষমতার কার পার্কিংটিতে থাকা সব গাড়িই পুড়ে গেছে। তারা লোকজনকে ওই এলাকা থেকে দূরে থাকার জন্য সতর্ক করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন