News71.com
 International
 01 Jan 18, 07:07 AM
 138           
 0
 01 Jan 18, 07:07 AM

ইন্দোনেশিয়ায় নৌকাডুবিতে ৮ জনের প্রাণহানি।  

ইন্দোনেশিয়ায় নৌকাডুবিতে ৮ জনের প্রাণহানি।   

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার বোর্ণিও উপকূলে আজ সোমবার নৌকাডুবিতে ৮ জনের প্রাণহানি হয়েছে। এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।এ ব্যাপারে স্থানীয় উদ্ধার কর্মকর্তা গাস্তি আনওয়ার মুলায়দি বলেন, দেশটির তানজাং সেলর থেকে ৪৫ যাত্রী নিয়ে নৌকাটি যাত্রা শুরুর কিছু পরেই ডুবে যায়। দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা ৩৩ জনকে উদ্ধার করে। নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চলছে।তবে তাৎক্ষনিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন