News71.com
 International
 01 Jan 18, 06:27 AM
 108           
 0
 01 Jan 18, 06:27 AM

উত্তর কোরিয়ায় তেল সরবরাহকারী পানামার পতাকাবাহী জাহাজ আটক করল দক্ষিণ কোরিয়া।।

উত্তর কোরিয়ায় তেল সরবরাহকারী পানামার পতাকাবাহী জাহাজ আটক করল দক্ষিণ কোরিয়া।।

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ কোরিয়া দাবি করেছে তারা উত্তর কোরিয়ায় তেল সরবরাহকারী আরেকটি তেলবাহী জাহাজ আটক করেছে। এবারের আটক করা জাহাজটি পানামার পতাকাবাহী। এবারের আটক করা তেলবাহী জাহাজটির নাম কোটি। এটি পিয়ংটেক-ডেংজিন বন্দরে ক্রুসহ আটক রাখা হয়েছে। আটক করা এ জাহাজগুলোর বিস্তারিত তথ্য জানানো হয়নি দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে। তবে জানা গেছে,জাহাজটি ১৯ থেকে ২১ ডিসেম্বর আটক করা হয়েছে। আটক করা কোটি নামে জাহাজটির ধারণক্ষমতা ৫১ হাজার টন তেল। এর ক্রুরা প্রধানত চীন ও মিয়ানমারের।

এর আগে গত অক্টোবর মাসে একই অভিযোগে ৬০০ টন জ্বালানি পূর্ণ একটি জাহাজ আটক করে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী। হংকং থেকে রেজিস্ট্রেশন করা সেই জাহাজটির ঘটনা এতদিনে প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া। জাহাজটি উত্তর কোরিয়ার জাহাজে তেল সরবরাহ করে বলে অভিযোগ করা হয়েছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে উত্তর কোরিয়ায় তেল সরবরাহ করায় চীনা এ জাহাজটি আটক করেছে দক্ষিণ কোরিয়ার নৌ বাহিনী। হংকং-এর পতাকাবাহী জাহাজটি জাপান থেকে পিইংইয়ং-এর দিকে যাচ্ছিল বলে দক্ষিণ কোরিয়ার দাবি।

তবে শুধু এই জাহাজটিই নয়,দেশটির নৌ বাহিনী বলছে,তারা চলতি বছর ১১ হাজার ২৫৩ টন তেল জব্দ করেছে। একইসঙ্গে ওই জাহাজের নাবিকসহ অন্যদের জিঙ্গাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে তারা। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে চীন দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়ায় তেল সরবরাহ করে আসছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করার একদিন পরই দক্ষিণ কোরিয়া চীনা জাহাজ আটকের বিষয়টি প্রকাশ্যে এনেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন