News71.com
 International
 01 Jan 18, 12:21 PM
 138           
 0
 01 Jan 18, 12:21 PM

আসামে বৈধ নাগরিকদের তালিকা প্রকাশ।। প্রাথমিকভাবে বাদ পড়েছেন ১ কোটি ৩৯ লাখ মানুষ

আসামে বৈধ নাগরিকদের তালিকা প্রকাশ।। প্রাথমিকভাবে বাদ পড়েছেন ১ কোটি ৩৯ লাখ মানুষ

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের আসাম রাজ্যে 'বৈধ'নাগরিকদের তালিকা সংক্রান্ত প্রথম খসড়া আজ সোমবার প্রকাশ করা হয়েছে। এতে এক কোটি ৯০ লাখ মানুষের নাম আছে। বাদ পড়েছেন ১ কোটি ৩৯ লাখ মানুষ। বাকিদের নাম বিভিন্ন ধাপে ভেরিফিকেশনের পর প্রকাশ করা হতে পারে। যাদের নাম তালিকায় আছে তারা এখন থেকে ভারতের বৈধ নাগরিক হিসেবে বিবেচিত হবেন। তাই বৈধ নাগরিকদের ওই তালিকায় নিজের নাম আছে কী না -তা জানতে আসামে হুড়োহুড়ি লেগেছে। বৈধ নাগরিকদের চূড়ান্ত তালিকা ২০১৮ সালের মধ্যেই প্রকাশ করা হবে। ন্যাশনাল রেজিস্ট্রার অব সিটিজেনশিপ (এনআরসি) ওই রিপোর্ট নিয়ে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আগে থেকেই ধারণা করা হচ্ছিল। তাই সেনাবাহিনীকে ‘স্ট্যান্ড বাই’ হিসেবেও রাখা হয়। বিশেষ দায়িত্ব দিয়ে অন্তত ৪৫ হাজার নিরাপত্তারক্ষীকে মোতায়েন করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন