আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর অস্ট্রেলিয়ার সমুদ্র তীরবর্তী একটি নদীতে সি-প্লেন বিধ্বস্ত হওয়ার পর নিহত ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।সিডনি থেকে ৫০ কিলোমিটার দূরের কোয়ান উপকূলের হাওকেসবারি নদীতে আজ রোববার সকালে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে নিউ সাউথ ওয়েলস পুলিশ।পুলিশের ডুবুরিরা ৪৩ ফুট গভীর পানিতে ডুবে যাওয়া নিহতদের মরদেহ উদ্ধার করেন।পরিচয় নিশ্চিত করা না গেলেও বিভিন্ন সূত্র থেকে জানা যায় নিহতদের মধ্যে ১১ বছরের একটি ছেলে, পাইলট এবং চারজন ব্রিটিশ নাগরিক রয়েছেন।এখন পর্যন্ত সি-প্লেনটির অবতরণস্থলও জানা যায়নি। জানা যায় সেটি দৃশ্যত ফ্লাইট কোম্পানি সিডনি সেপল্যানস্ থেকে এসেছিল।প্লেন দুর্ঘটনার কারণও জানাতে পারেননি তদন্তকারীরা।পুলিশের ভারপ্রাপ্ত সুপার মাইকেল গোরম্যান বলেছেন, সিঙ্গেল ইঞ্জিনের সি-প্লেন বিধ্বস্ত হওয়ার ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।