News71.com
 International
 01 Jan 18, 11:15 AM
 113           
 0
 01 Jan 18, 11:15 AM

কোস্টারিকায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত ,নিহত ১২।।

কোস্টারিকায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত ,নিহত ১২।।

আন্তর্জাতিক ডেস্কঃ কোস্টারিকায় ১২ জন যাত্রী নিয়ে গতকাল রবিবার রাতে একটি বিমান ভেঙে পড়েছে। এই দুর্ঘটনায় ১০ পর্যটকসহ মৃত্যু হয়েছে দুই ক্রু মেম্বারেরও। দেশটির উত্তর-পশ্চিমে গুয়ানাকাস্টে এই দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যেই দুর্ঘটনার ছবি প্রকাশ্যে এসেছে। সেন্ট্রাল আমেরিকার পাবলিক সেফটি মিনিস্ট্রি ওই দুর্ঘটনার ছবি ও ভিডিও প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে বিমানটি জ্বলছে। ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। একটি স্থানীয় রানওয়ে থেকে বিমানটি উড়ে যাচ্ছিল জুয়ান সান্টামারিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে। টেক অফের পরই বিমানটিতে সমস্যা দেখা দেয়। পাহাড়ের উপরেই ভেঙে পড়ে সেটি। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। আগুনে পুড়ে ছাই হয়ে যায় গোটা বিমান। এটি একটি প্রত্যন্ত এলাকা হওয়ায় উদ্ধারকারী দল পৌঁছতে পারেনি। এখনও পর্যন্ত মৃতদের শনাক্ত করা সম্ভব হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন