News71.com
 International
 31 Dec 17, 05:48 AM
 125           
 0
 31 Dec 17, 05:48 AM

কেনিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩৮ জন।  

কেনিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩৮ জন।   

আন্তর্জাতিক ডেস্কঃ কেনিয়ার মধ্যাঞ্চলের একটি সড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৮ জনের প্রাণহানি ঘটেছে।আজ রোববার ভোরের দিকের এ সংঘর্ষের ঘটনায় আরো কমপক্ষে ২২ জন আহত হয়েছেন।রিফট উপত্যকা পুলিশের প্রধান জিরো অ্যারোমি হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ৩৮ জন মারা গেছে। নাকুরু শহরের কাছে ভোর তিনটার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে।ধ্বংসাবশেষের ভেতর থেকে সব মরদেহ উদ্ধার ও আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।নাকুরু-এলদোরেত মহাসড়কে কেনিয়ার পশ্চিমাঞ্চলের বুসিয়া থেকে নাকুরুগামী একটি বাসের সঙ্গে নাকুরু থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন