আন্তর্জাতিক ডেস্কঃ একেই বলে রজনীকান্ত স্টাইল। বছরের শেষ দিনেই বোমা ফাটালেন দক্ষিণ ভারতের তামিল কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত। সব জল্পনা-কল্পনায় ইতি টেনে রাজনীতিতে সক্রিয়ভাবে প্রবেশের কথা ঘোষণা করে দিলেন রজনীকান্ত। সুপারস্টার রজনীকান্ত রাজনীতিতে পা রাখবেন কি না সেই নিয়ে বহুদিন ধরেই নানা মহলে আলোচনা চলছিল।আজ ৩১ ডিসেম্বর তার সিদ্ধান্ত খোলাখুলি জানাবেন বলে ঘোষণাও করেছিলেন তিনি।আজ রবিবার চেন্নাইয়ের রাঘবেন্দ্র মণ্ডবে ভক্তদের সঙ্গে তার সাক্ষাৎপর্বের ষষ্ঠ দিনে রাজনীতিতে প্রবেশের কথা স্পষ্টই করে দিলেন সুপারস্টার রজনীকান্ত।
আজ রবিবার সকাল থেকেই রাঘবেন্দ্র মণ্ডবে ছিল উপচে পড়া ভিড়।সুপারস্টার রজনীকান্ত কে দেখতে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ। তার বক্তব্য শুরু হওয়ার পরই উচ্ছ্বাসে ফেটে পড়ে জনতা।রজনীকান্ত দেশের গণতন্ত্র বিপর্যস্ত। রাজনীতিকরা গণতন্ত্রের নামে সাধারণ মানুষের জমি এবং সম্পত্তি হরণ করছেন। এটাই সঠিক সময় পরিবর্তনের।গণতন্ত্রের অবস্থা খুব খারাপ। দেশের অন্যান্য রাজ্য আমাদের (তামিলনাড়ু) নিয়ে মজা করছে। এখন সিদ্ধান্ত নিতে দেরি করলে পরে আফসোস করব।রজনীকান্ত আরও বলেন,২০২১ সালে বিধানসভা নির্বাচনে তার দল ২৩৪টি আসনে প্রার্থী দেওয়া হবে।২০১৯ সালে সংসদীয় নির্বাচনেও তার দল অংশ নেবে বলে তিনি ঘোষণা দেন। তাছাড়া ক্ষমতায় যাওয়ার তিন বছরের মধ্যে তার দল যদি নির্বাচনী ওয়াদা পূরণ করতে না পারে তবে তিনি ইস্তফা দেবেন।রিল লাইফের বস থেকে রাজনীতিতেও বস হয়ে উঠবেন কি না, সেই দিকেই এখন তাকিয়ে গোটা তামিলনাড়ু।