News71.com
 International
 31 Dec 17, 11:41 AM
 127           
 0
 31 Dec 17, 11:41 AM

থাইল্যান্ডের আত্মগোপনকরা প্রধানমন্ত্রী ইংলাক'কে লন্ডনের এক শপিংমল দেখা গেছে।।  

থাইল্যান্ডের আত্মগোপনকরা প্রধানমন্ত্রী ইংলাক'কে লন্ডনের এক শপিংমল দেখা গেছে।।   

আন্তর্জাতিক ডেস্কঃ চলতি বছরের আগস্টে গোপনে দেশ ছাড়েন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। এরপর থেকে তার হদিস পাওয়া যাচ্ছিল না। তিনি এখন কোথায় অবস্থান করছেন সে ব্যাপারেও নিশ্চিত নয় থাইল্যান্ডের নিরাপত্তা বাহিনী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে যাতে দেখা গেছে লন্ডনে শপিং করছেন ইংলাক। এরপর নড়েচড়ে বসে থাইল্যান্ড প্রশাসন। যদিও পরে তারা জানিয়েছে ইংলাক কোথায় আছেন তার ব্যাপারে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আর ভাইরাল হওয়া ছবিটি কখন,কোথা থেকে তোলা হয়েছে তার ব্যাপারেও খোঁজ নেয়া হচ্ছে।

ওই ছবিটি প্রকাশ হওয়ার পর একই জায়গা ইংলাকের মতো দেখতে ওই নারীর আরেকটি ছবি প্রকাশিত হয়েছে। যাতে দেখা গেছে একজন কিশোরের সঙ্গে বসে আছেন ওই নারী। সেই কিশোরের সঙ্গে ইংলাকের ১৫ বছর বয়সী ছেলে সুপাসেক আমর্নচাতের মিল আছে বলেও গণমাধ্যমে দাবি করা হয়েছে। থাইল্যান্ড পুলিশের উপপ্রধান সিভারা রাংসিপ্রমনাকুল বলেছেন,ইংলাক কোথায় সে ব্যাপারে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তিনি যে ব্রিটেনেই আছেন ইন্টারপোলও সেটা স্বীকার করেনি। পুলিশ ছবিগুলোর উৎস বের করার চেষ্টা করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন